যেমন লবণ ছাড়া তরকারি স্বাদ পাওয়া যায় না তেমন আমল ছাড়া প্রকৃত ঈমানের স্বাদ পাওয়া যায় না।

 আল্লাহ তাআলা বলেনঃ

لِمِثْلِ هٰذَا فَلْيَعْمَلِ الْعٰمِلُوْنَ

  এরকম সফল্যের জন্যই ( অর্থাৎ জান্নাতের অফুরন্ত নিয়ামতের জন্য) আমলকারীদের আমল করা উচিত। (সুরা সাফফাত)

যেমন লবণ ছাড়া তরকারি স্বাদ পাওয়া যায় না 

তেমন আমল ছাড়া প্রকৃত ঈমানের স্বাদ পাওয়া যায় না। 

সলাত ঈমানের অংশ

যাকাত ঈমানের অংশ

হজ্জ ঈমানের অংশ 

রমদ্বানের সিয়াম ঈমানের অংশ 

জিহাদ ঈমানের অংশ ইত্যাদি। 

এগুলোর উপর যে আমল করবে না সে অসম্পূর্ণ মুমিন।

হাদিসে বলা হয়েছে ফিতনা আসার আগেই আমলের প্রতি অগ্রসর হওয়ার। আরো বলা হয়েছে ফিতনার সময় মানুষ সকালে মুমিন থাকবে আর বিকেলে কাফের হয়ে যাবে আর বিকেলে মুমিন থাকলে সকালে কাফের হয়ে যাবে। 

এই ফিতনার যুগে আমাদের ঈমান- আমল কে হিফাজত করতে হলে অবশ্যই আল্লাহর আদেশ- নিষেধ যথাযথ ভাবে মেনে চলতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ ইত্যাদি ফরজ বিধানের সাথে সাথে সুন্নত-নফল ইত্যাদি আমল বেশি বেশি করতে হবে।

رَبَّناَ لاَ تُزِغْ قُلُوبَناَ بَعْدَ اِذْ هَدَيْتَناَ وَهَبْ لَناَ مِن لَّدُنْكَ رَحْمَة. اِنَّكَ اَنْتَ الْوَهَّاب.

 হে আমাদের প্রতিপালক! তুমি আমাদেরকে যখন হিদায়াত দান করেছ তারপর আর আমাদের অন্তরে বক্রতা সৃষ্টি করো না এবং একান্তভাবে নিজের পক্ষ হতে আমাদেরকে রহমত দান কর। নিশ্চয়ই তুমিই মহাদাতা।(সুরা আলে ইমরান) 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এসেছিলেন সে দিন যা হয়েছিল।