যে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এসেছিলেন সে দিন যা হয়েছিল।
মুসলমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভাগমনে খুশী ও আনন্দাতিশয্যে তাকবীর ধ্বনি দেয়।
মদিনার কচি শিশুরা হেলেদুলে নিম্নোক্ত কবিতা আবৃত্তি করছিল :
طلع البدر علينا + من ثنيات الوداع
وجب الشكر علينا +ما دعا لله داع
ايها المبعوث فينا + جئت بالامر المطاع
তরজমা ১. ছানিয়্যাতুল বিদা পাহাড়ের দিক থেকে পূর্ণিমার চাঁদের উদয় ঘটেছে।
২. যতদিন আল্লাহর নাম নেবার মত একজনও থাকবে আমাদের ওপর শুকরিয়া আদায় করা ওয়াজিব হবে।
হযরত আনাস ইবন মালিক আনসারী (রা) সে সময় খুবই অল্পবয়স্ক ছিলেন।
তিনি বলেন,যে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় তশরীফ নেন সেদিন আমি উপস্থিত ছিলাম। আমি এর চাইতে সুন্দর ও আলোকোজ্জ্বল দিন আর দেখিনি যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে (মদীনায়) তশরীফ আনেন। (সিরাত গ্রন্থঃ নবীয়ে রহমত)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন